45 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 183TK. 169 You Save TK. 14 (8%)
Related Products
Product Specification & Summary
কোনো এক শহরে (নানা কারণে শহরটার নাম উল্লেখ করা থেকে বিরত থাকছি) ছিলো এক অনাথ আশ্রম। এই অনাথ আশ্রমে জন্ম অলিভার টুইস্টের। ভূমিষ্ঠ হওয়ার পর দীর্ঘক্ষণ পর্যন্ত সবার মনে সন্দেহ ছিলো ছেলেটা বাঁচবে কিনা। উৎকণ্ঠিত আত্মীয় স্বজন বা অভিজ্ঞ ধাত্রী বা বিজ্ঞ চিকিৎসকরা তাকে ঘিরে ছিলো না বলেই হয় তো শেষ পর্যন্ত বেঁচে গেল সে। এক নিঃসম্বল বুড়ি আর এক যাজক চিকিৎসক ছাড়া আর কেউ ছিলো না তার কাছে।
এপৃথিবী এবং পরপারের টানাপড়েনের মধ্যে কিছুক্ষণ পড়ে রইলো বাচ্চাটা শ্বাসহীন। অবশেষে কয়েকবার চেষ্টার পর, যা হোক, শ্বাস টানলো সে। হাঁচির মতো একটা আওয়াজ করলো নাক দিয়ে। তারপর কেঁদে উঠলো তীব্র শব্দে।
বিছানায় শোয়া তরুণীটির ফ্যাকাসে মুখ উজ্জ্বল হয়ে উঠলো।