আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
মানুষ বহুরূপী। বাহ্যিক আচরণ ও অভিব্যক্তি দেখে কারও ভেতরটা ঠিক একই রকম ভাবা বোকামি। প্রেম, কাম, মোহ, লালসা, জিঘাংসা প্রভৃতি যখন মানুষের মনকে কুপ্রবৃত্তিতে তাড়িত করে, ভালো-মন্দের চেতনাও তখন লোপ পায়। এ তাড়না কখনো কখনো কাউকে চরম ঘৃণ্য পর্যায়ে উপনীত করে। এর কারণে যে ঘটনা সংঘটিত হয়, তার হোতা কখনো ধরা পড়ে, আবার কখনো ঘটনার মূল রহস্য উন্মোচিত না হওয়ায় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
এমনই এক রহস্যজনক ঘটনার জাল ছিন্ন করার দায়িত্ব পান সিআইডির ইন্সপেক্টর জিলানী একজন সৎ, মেধাবী ও দক্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে যিনি পরিচিত। রহস্য-আঁধারের অতল গহ্বরে প্রবেশ করে তিনি কীভাবে প্রকৃত অপরাধীকে পাকড়াও করে আলোর পাদপ্রদীপে আবির্ভূত হন, তারই আখ্যান এ রহস্যগল্প। এর আগে গল্প, কবিতা, প্রবন্ধ, স্মৃতিকথা ইত্যাদি লিখলেও উপন্যাস আকারে এটি আমার প্রথম প্রকাশনা। স্বভাবতই প্রিয় পাঠকের সূক্ষ্ম দৃষ্টিতে কিছু ভুলত্রুটি ধরা দিতে পারে; সে ক্ষেত্রে আগেই আমার ক্ষমাপ্রার্থনা।