গল্প নিয়ে সবসময়ে নানান রকম গবেষণা চলছে। গল্পের বিভিন্ন ধারায় প্রচুর লেখালেখি হচ্ছে। সেইরকম ভিন্নধারার কিছু গল্প নিয়ে এই গল্প সংকলন। প্রত্যেকটি গল্পই জীবনের অন্তর্নিহিত টানাপোড়েনকে উপজীব্য করে লেখা। গল্পগুলোতে ব্যক্তিজীবনের ক্লেশ, খেদ, আকাঙ্ক্ষা এবং অপ্রাপ্তির প্রকাশ যেমন আছে তেমনি আছে করোনাকালীন জীবনের অনিবার্য অধ্যায়, যা পাঠককে নিয়ে যাবে চিন্তার অন্যজগতে। শুধু কাহিনি পড়ার জন্য গল্প নয়, জীবনকে দেখার জন্য, গভীর ভাবে উপলদ্ধি যারা গল্প খোঁজেন তাদের কাছে গল্পগুলো ভালো লাগবে। মেদহীন গদ্য, ঝরঝরে ভাষায় লেখা প্রতিটি গল্পে পাঠকরা পরিচিত হবেন আরও একজন শক্তিমান গল্পকারের সাথে।