আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
পবনের কাঁধে একটা রাইফেল। মোটা শিরীষ গাছটির গা ঘেঁষে সে দাঁড়িয়ে আছে। কপালে আর গালে তার কালো কালির দাগ দেয়া। হাতের দস্তানা দুটিতেও রঙের ছাপ রয়েছে। খয়েরি, জলপাই-সবুজ আর কালো কালির ছাপ। ওর পোশাকের রঙ পরিবেশের সাথে এমনভাবে মিশে গেছে যে মাত্র বিশ কদম দূর থেকেও ওর উপস্থিতি অনুমান করা সম্ভব নয়। গেরিলা আক্রমনে সাধারণত যোদ্ধারা এমন সাজে সেজে থাকে। তবে পবন কোন গেরিলা সদস্য নয়। পাথরের মূর্তি যেমন নড়তে চড়তে পারে না ঠিক তেমনি অনড় হয়ে আছে সে। আরো সূক্ষ্ম করে বললে বলতে হয়~ ঠিক দেয়ালে আঁকা শিল্পীর ছবির মতো লেপ্টে আছে সে। শ্বাস-প্রশ্বাস চলছে কী-না তাও বোঝা যায় না।