বিপুল বৈচিত্র্যে ভরা এই পৃথিবীতে মানুষের সাময়িক জীবন।
হাজারো জীবনের মাঝে আরেকটি জীবন কিভাবে যোগসূত্র তৈরি করে এবং অজস্র অস্তিত্বের ভিড়ে একটি অপরটিতে যে ছায়া ফেলে, বাস্তব চোখে সেটি স্বচ্ছ জলের ওপর আবছা মনে হলেও সেটিই চলমান জীবনের বাস্তব প্রতিবিম্ব। এখানে জীবন শুধু জীবনের টানে তাল মিলিয়ে চলে। অপার কৌতূহলে আবিষ্কার করে নিজেদের চির চেনা জগৎকে। তবুও শত প্রশ্ন পড়ে থাকে হেলায়, জীবনের ছায়ার অন্তরালে ধাবমান সভ্যতার নির্মাণ চলে নিজ গতিতে।
জীবনের ছায়ায় থেকে আরেকটি জীবন রচনা করে তার নতুন অধ্যায়।
কিছু সত্য রয়ে যায় হাতের নাগালে আর কিছু অধরা থেকে যায়। তবুও জীবন অতিবাহিত হয় তার রেখা টানা নিয়মে। কখনো ছায়া অনুসরণ করে তার কায়ার অনুগামী হয়ে।