একজন রাজনীতিবিদ প্রতিনিয়ত অনেক মানুষের সাথে মতবিনিময়ের সুযোগ পেয়ে থাকেন, সাধারণ মানুষের কাছে তা অকল্পনীয়। মানুষের কাছে থাকা এবং মানুষের যাপিত জীবনের নানাবিধ বিষয়কে জানা, সমস্যার সমাধান করা, প্রতিনিয়ত এ জটিল সংগ্রামী জীবনের ভেতর দিয়ে যে জীবনবোধ তৈরি হয়, এ অভিজ্ঞতা শিল্পজাত হয়ে যে কথামালার সৃষ্টি করে তাকেই নূরুল আফসার কবিতায় ধারণ করার চেষ্টা করেছেন। কবি চিন্তায় ও বিশ্বাসে ছাত্রনেতা- তাঁর কাজ ও কর্মক্ষেত্র মানুষকে নিয়ে। এই কর্মযজ্ঞের বিপরীতে নিভৃতে থাকা যে শিল্পসত্তাকে নূরুল আফসার লালন করে, ‘অমানিশা’ সেটিরই শিল্পরূপ। নূরুল আফসারের প্রথম কাব্য ‘অমানিশা’- দীক্ষিত পাঠক কর্তৃক এটি সমাদৃত হোক, এটিই কাম্য।