বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান অপুকে নিয়ে মিনা'র হরেক রকম চিন্তার শেষ নেই। শুধুমাত্র চিন্তা বললে ভুল হবে বেশির ভাগ-ই আসলে দুশ্চিন্তা। বাউন্ডুলে ছেলেটার সমস্যার অন্ত নেই, এমন নয় যে অপু অনেক বড় বিপত্তি বাধিয়ে বসে। তার বেশির ভাগ সমস্যাই অন্যের কারনে সৃষ্টি হয় কিন্তু শেষমেশ অপুর ঘাড়টাই সবার চোখের পড়ে সমাধানের জন্য। রাত দু'টা বাজতে চললো ছেলেটা বাড়ি ফিরেনি এখনো। জিজ্ঞেস করলে যা বলবে তা শোনার পরে মিনার দুশ্চিন্তা আরও বাড়বে। দরজা খোলার শব্দে তার মনোযোগ ফিরলো। বাড়ির লোহার মেইন গেট খোলার সময়ে যাতে আওয়াজ না হয় খুব সাবধানে সবদিক খেয়াল করে নিচতালার দরজা খোলার পরে অপু তাকিয়ে দেখে নিচের খাবার ঘরে তার মা দাঁড়িয়ে।
'কই ছিলি তুই?'
'বললোম না সকালে যাবার সময়ে, ফিরতে দেরি হবে। তুমি এখনো জেগে আছো কেন, মা? তোমার কি রাত জাগার কথা?'
'হয়েছে আর সাধু সাজা লাগবে না, কি মহাভারত উদ্ধার করে আসছিস জানা আছে আমার। রাতের খাবারগুলো নষ্ট হবে, খেয়ে আমায় উদ্ধার কর। ইলিশ মাছের শুটকি রান্না করেছি, চটপট খেয়ে নে।'