অবাক কাণ্ড। অনেকটা হঠাৎ করেই একটা শোরগোল শুরু হয়ে গেল। শোরগোলটা অতিদ্রুত চিৎকার-চেঁচামেচিতে পরিণত হলো। সবাই ছুটোছুটি শুরু করে দিলো। এত কিছুর মাঝে দোকানপাট বন্ধের খুটখাট শব্দও শুনা যাচ্ছে। খুব দ্রুত অশান্ত হয়ে উঠল চারদিক। এমনটা কী ঘটল কিছুই অনুমান করতে পারছে না কাব্য। সবকিছুই বেশ শান্ত-স্বাভাবিক ছিল। এখন আর তেমনটা নেই। সবার মুখেই অজানা এক আতঙ্ক ফুটে উঠেছে। স্বামী স্ত্রীর হাত ধরে ছুটছে। মায়েরা নিজের সন্তানদের হাত ধরে পালাচ্ছে। 'কী হয়েছে? এই যে শুনছেন, কী হয়েছে?' কেউ কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। ভয়ে ভয়ে সবাই দৌড়াচ্ছে। 'কোথায় যাচ্ছে সবাই?' হুড়োহুড়ি করে চারিদিকে ছুটছে। কে কোন দিকে ছুটছে তার কোনো ঠিক-ঠিকানা নেই। কেউ একা একা আবার অনেকে দলে দলে ছুটছে। এক দল যে দিক থেকে আসছে অন্য আর একদল ঐ দিকেই ছুটছে। কেউ পড়ে গেলে তার ওপর অন্যরা হুমড়ি খেয়ে পড়ছে। ঝটপট করে উঠে আবার দিচ্ছে এক দৌড়। অনেকে যে দিক থেকে এসেছিল তাড়াহুড়ো করে উঠে আবার সেই দিকেই ফিরে যাচ্ছে। সবাই কেমন যেন দিশেহারা হয়ে পড়েছে। অনেকটা জোর করে একজনকে থামিয়ে চিৎকার করে কাব্য জানতে চাইল, '