একটি শূন্যস্থানে জোর করে ঠেঁসে দেয়া মাহত্ন্য দেখে তুষ্ট হবার চেয়ে তাকে একটি শূন্যস্থান বলতেই বেশি পছন্দ করেন লেখক হৃদয় রেজওয়ান। তার প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ সম্পর্কে প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম লিখেছিলেন যে স্বল্প পরিসরে একটি বোধ, অনুভূতি বা চিন্তাকে বাঙময় করে তোলার মধ্যেই সবচেয়ে শক্তিশালীভাবে দেখা যায় হৃদয় রেজওয়ানের কুশলতার প্রকাশ। সেই চেষ্টা আরও শাণিত করার চর্চা করছেন এই লেখক। এবারের বইটিতেও আছে সেই চর্চার প্রকাশ।