সমগ্র কোরআন ছোটো বড়ো অনেক সুরায়, অর্থাৎ পরিচ্ছেদে বিভক্ত। এই অনুবাদে সেই সব সুরার প্রত্যেকটিতে মুখবন্ধ যোগ করা হয়েছে-মুখবন্ধে সুরার মুখ্য বক্তব্যের আর তার অবতরণের কালের, উল্লেখ করা হয়েছে। স্থানে স্থানে পাদটীকাও দেওয়া হয়েছে। আশা করছি কোরআন মোটামুটিভাবে বুঝবার জন্য এর বেশি সহায়তার দরকার করবে না, কেননা আসলে কোরআনের ব্যাখ্যা কোরআনের নিজের মধ্যেই আছে। তাছাড়া কোরআনের এই অনুবাদের সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়েছে ‘হজরত মোহম্মদ ও ইসলাম’ নামে আমার বইখানি। তাতে হজরত মোহম্মদের জীবন-কথা কোরআন, ইসলামীয় সংস্কৃতি এসব সম্বন্ধে স্বতঃই কিছু বিস্তৃত আলোচনা করা হয়েছে। এই দুই গ্রন্থ পরস্পরের পরিপূরক-সে কথা বলাই বাহুল্য।