‘অরণ্যে ফুল’ সেলিনা আখতারের ১০টি গল্প নিয়ে একটি গল্পগ্রন্থ। জীবনে চলতে-ফিরতে সম্মুখীন হতে হয় নানা ‘অরণ্যে ফুল’। ঘটনার। এগুলোর কিছু সুখ-আনন্দের আবার কিছু দুঃখ-বিষাদের। পারিবারিক ও সামাজিক নানা বিষয় নিয়ে লেখা বই ‘অরণ্যে ফুল’।
গ্রন্থের প্রতিটি গল্পই জীবনমুখি। গল্পগুলোর পাত্র-পাত্রি আমাদের চেনা মানুষ, আমাদের আশপাশেই তাদের বসবাস। সেলিনা আখতার জীবনের বিভিন্ন জটিল বিষয়গুলো গল্পে তুলে এনেছেন, তার সরল গল্প বলার কৌশলের কারণে জটিল বিষয়গুলো আর জটিল থাকেনি। জীবনের ঘাত প্রতিঘাত, আকাংখা- বিভিন্ন বিষয় তাঁর লেখায় ঘুরে- ফিরে এসেছে। সবমিলিয়ে গল্পগুলো পাঠকের ভালো লাগবে।