বইয়ের মূলভাব :
অরাত্রিকা এক শুভ্র ও সুন্দরতম চরিত্রের নাম। জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা মেয়েই একেকজন অরাত্রিকা।
অরাত্রিকা এই নশ্বর পৃথিবীতে জন্মেছে শ্যামবর্ণ মাতা অনিন্দিতার কোলে। মেয়ে বলে লোকের কম কথা শুনতে হয়নি তাকে। তবুও সে তার কাকি পুণ্যপ্রভার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করে গেছে।
পুণ্যপ্রভার কথা ছিলো এমন, 'লোকে তো কত কথাই বলিবে, তাই বলিয়া লোকের সকল কথাকে প্রাধান্য দিয়া চলিতে হইবে না-কি। লোকের কথায় কান দিয়া চলিলে জীবনে উন্নতি করিতে পারিবি না। লোকে তো চাইবেই তোকে নিচে নামাইয়া রাখিতে; কিন্তু তুই পড়িবি, বহু পড়িবি। তোকে অনেক বড় হইতে হইবে।'
এই কথাখানা অরাত্রিকার মধ্যে নীতিবাক্যের মতো কাজ করতে শুরু করলো, যার কারণে শুরু হলো অরাত্রিকার জীবনের উত্থানপতন। এই উত্থানপতন ঠিক কোথায় গিয়ে ঠেকেছে, তাই জানা যাবে এই উপন্যাসে।