শাওন মুতাইতের কবিতা খ্যাতির মোহে লেখা নয়। কিংবা শুধুমাত্র নিজের জন্যেও নয়, তার কবিতার মধ্যে আত্ম-দ্বন্ধ আছে, আছে আত্ম-উন্মত্ততা। অন্ধকার ঘরে তার নিজস্ব ওঠানামাও সত্য। তবে এসবকে ছাপিয়েও আছে গল্পের মতন সব চরিত্র। ঘর পালানো কিশোর রাজীব, এক জীবনে অনেক কিছু হতে চেয়ে কিছুই না হওয়া কালাই ঠাকুর, অথবা একদিন বিকেলের কোনো এক নারী, এখনো যার বিরহে-
“সব ফিরে আসে না, তবুও তো কিছু ফিরে আসার গল্প থাকে,
আমাদের কিছুই কি ফেরার নেই? অন্তত দু’মিনিট অপলক তাকিয়ে থাকা?”
- বিসর্জন রাজিব