হৃদয় সাহেব যে শব্দটি তার দীর্ঘদিন তেমন মনে পড়েনি। তিনি পাগলের মত সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলেন।
মা-আ।
তারপর দিগি¦দিক জ্ঞান হারিয়ে ছুটে চললেন খাটিয়াকে অনুসরণ করে। খাটিয়া তখন গোরস্থানে পৌঁছেছে। কাছে গিয়ে দেখলেন এক মহিলা পুলিশ অফিসার পরম যতেœর সহিত মহিলাকে দাফনের ব্যবস্থা করছে। হৃদয় সাহেব চিৎকার করে বলে উঠলেন, আমি আমার মাকে দেখতে চাই। আমাকে দেখতে দাও।
কবর যারা খুঁড়ছে তারা পুলিশ অফিসারের দিকে তাকায়।
না। মহিলা পুলিশ অফিসার কড়া নির্দেশ দেয়। তোমরা তোমাদের কাজ করো।
হতবিহ্বল হৃদয় সাহেব মহিলা পুলিশ অফিসারের দিকে তাকায়। ভাল করে তাকাতে গিয়ে তিনি থমকে দাঁড়ান। ...