আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
ইফতেখারুল আলম আবার কাব্যজগতে ফিরে এলেন। আমাদের কবিতার জগতে তার এই প্রত্যাবর্তন কবিতাপ্রেমিদের স্বস্তি দেবে, বাংলা কবিতার ভূবন সমৃদ্ধ হবে সন্দেহ নেই। কবি এই বইটির উৎসর্গপত্রে লিখেছেন, ‘ফিরে আসার ইচ্ছে ছিল না’,তবে তিনি ফিরে এলেন, কাব্যলক্ষ্মীর হাতছানি উপেক্ষা করতে পারলেন না তিনি। একটি নয়, দুটি কবিতার বই নিয়ে হাজির হয়েছেন পাঠকের সম্মুখে। মূলত কোনো কবিই কবিতার অঙ্গন ত্যাগ করতে পারেন না। সাময়িক বিরতি হয়ত হতেই পারে। প্রস্থান নয়, কিছুটা সময়ের অনুপস্থিতির পর যারা কাব্যজগতে ফিরে আসেন, তারা নতুন কিছু নিয়ে আসেন এবং আগের চেয়ে আরো বেশি মুন্সিয়ানা লক্ষ্য করা প্রত্যাবর্তনের মধ্যদিয়ে।