আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
আজকের সন্ধেটা চমৎকার। আসলে শরৎ মানেই আকাশের রং দেখা। এত রঙে রঙিন আকাশ সারা বছর দেখা যায় না। হঠাৎ, একটু একটু বৃষ্টি হয়। এই মেঘ, এই বৃষ্টি, রোদ-ছায়ায় খেলা আকাশটাকে যেন দোলের সাজে সাজিয়ে রাখে। হঠাৎ রংধনু ভেসে ওঠে বৃষ্টির পর। এই রংধনু দেখার জন্য কত যে প্রতিযোগিতা! ছোটবেলায় এটা একটা অদ্ভূত খেলা ছিল। ঋভু খুব ভালোবাসতো এই খেলা খেলতে। খেলার উচ্ছলতায় কোনোদিন দেখেনি একটা ছেলে দূরের একটা জানালা থেকে অপলক তাকিয়ে