২০২১ সালের ১৬ই ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহান পঞ্চাশতম বিজয় দিবস।
মহান বিজয় এর গৌরবময় পঞ্চাশ বছর পূর্তির এই অনন্য মাহেন্দ্রক্ষণে একাত্তরকে ঘিরে এখানে রয়েছে আমার পঞ্চাশটি কবিতা যার প্রতিটি চারলাইন এর ডোরে বাঁধা।
সর্বোচ্চ বর্বরতা, আকাশে বাতাসে, সংসারে পোড়ামাটি নীতির নীতিহীন বাস্তবায়ন আর মানবাধিকারের সীমাহীন অবনমনের মাঝে বীর বাঙালি উঠে দাঁড়িয়েছিল সবকিছু ত্যাগ করে স্বাধীনতার জন্য। বিজয়ের মাধ্যমে অসীম ত্যাগে পাওয়া স্বাধীনতা অর্জন, একটি সর্বাধুনিক সশস্ত্র বাহিনীর সর্বাত্মক আত্মসমর্পণের মঞ্চে লাল সবুজ এর সগৌরব উত্থান আর সবকিছুই সম্ভব হয়েছিল সর্বকালের সেরা বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কালজয়ী ডাকে।
চারলাইন/৭১ এর মাধ্যমে জাতির জনক এবং সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি আমার সশ্রদ্ধ অভিবাদন।