আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
“গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম- ‘দ্বিখণ্ডিত চাঁদ” উপন্যাসের প্রেক্ষাপটে জেগে থাকে এক বিস্তৃত ভূখণ্ডের সমাজ ও জনমনস্তত্ত্বের বিস্ময়কর আলেখ্য। গ্রামীণ সমাজ কাঠামের ভিন্নমাত্রিক নিষ্পেষণের শিকার শিউলির বিয়ের রাতে ঘর ছেড়ে পলায়ন, আনিসের হাত ধরে শহরমুখী অভিযাত্রা, অবশেষে শহরের অনিশ্চিত জীবনে আনিসের নিরন্তর বদলে যাওয়া উপন্যাসে রুদ্ধশ্বাস বিস্ময় আর অনিশ্চয়তার শৈল্পিক ভারসাম্যে ক্রম বিস্তৃত। দ্বিখণ্ডিত শিউলির মনের ধুম্রগলিতে রাসেলের দীপ্ত পদচারণা যতটা অনিবার্য ততটাই অনিশ্চিত ভবিতব্যে শিউলির রক্তক্ষরণ পাঠককে নাড়িয়ে দেয় আমূল। গ্রামের সরল তেজোদীপ্ত মেয়ে শিউলি নিয়তির হাতে নিজেকে নিরুপায় ছেড়ে দিতে নারাজ। প্রতিকূলতার সঙ্গে নিরন্তর সংগামে নব দিগন্ত নির্মাণে নিয়ত বদ্ধপরিকর। নব নির্মিত শিউলির সৌরভে মুগ্ধ আনিস, টালমাটাল রাসেল। দ্বিখণ্ডিত চাঁদের মতো ভাঙনপ্রবণ মনের অস্তিত্বে বিস্মিত শিউলির আত্ম-বিশ্লেষণ উপন্যাসে নতুন মাত্রায় উজ্জীবিত। কিন্তু শেষপর্যন্ত এক অপ্রত্যাশিত আকস্মিকতা শিউলির জীবনের মোড় সম্পূর্ণ ভিন্নদিকে ঘুরিয়ে দেয়। আবির্ভূত নতুন বাস্তবতায় শিউলি কি শিরদাঁড়া টানটান করে দাঁড়াতে পারবে নাকি পরাজিত হবে নষ্ট সমাজ-রাজনীতির অনিৰ্দেশ্য গোলকধাঁধায়?”