1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 225TK. 199 You Save TK. 26 (12%)
Get eBook Version
TK. 101
Related Products
Product Specification & Summary
কালাপানি মানে আন্দামান দ্বীপপুঞ্জ। কালাপানি মানে দ্বীপান্তর, নির্বাসন, সেলুলার জেল। স্বাধীনতার ইতিহাস আর কালের স্বাক্ষী। আন্দামানের কুখ্যাত ‘সেলুলার জেল’-এ বন্দি বিপ্লবীদের উপর ইংরেজরা চালাত নির্মম অত্যাচার। কালাকানুনের কালাপানিতে দেওয়া হতো দ্বীপান্তরের সাজা। নেতাজী সুভাষ চন্দ্র বসু এই আন্দামানেই সর্বপ্রথম উত্তোলন করেছিলেন স্বাধীন ভারতের তেরঙা পতাকা।
আন্দামানের আরেক নাম ‘লিটল বাংলাদেশ’। সাতচল্লিশের দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে অত্যাচারিত হিন্দুরা ভিটেমাটি ফেলে চলে এসেছিল পশ্চিম বাংলায়। ভারত সরকার সেই রিফিউজিদের বড় একটা অংশ আন্দামানে এনে বিভিন্ন দ্বীপে পুনর্বাসন করেছিল।
আন্দামান এখন ভারতের অন্যতম সেরা প্রাকৃতিক সৌন্দর্যম-িত পর্যটন কেন্দ্র। যেন ভারত মহাসাগরের নীল বুকে ছড়িয়ে-ছিটিয়ে শত শত সবুজের ছোপ। প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক এখানে আসে বুক ভরে নির্মল বাতাস নিতে।
আন্দামান ভ্রমণে গিয়ে লেখক যেমন উপভোগ করেছেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি অনুভব করেছেন কালাপানির মাটির সাথে মিশে থাকা পুনর্বাসিত মানুষগুলোর শিকড় ছিঁড়ে আসার কান্না, সেলুলার জেলে বন্দি বিপ্লবীদের উপর নির্মম অত্যাচার, তাদের আর্তনাদ আর দীর্ঘশ্বাস, নেতাজীর উদ্দীপ্ত কণ্ঠ। সেই ভ্রমণের স্মৃতি, অভিজ্ঞতা আর অনুভূতির ফসল ‘কালাপানির দ্বীপান্তরে’।