43 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 100TK. 75 You Save TK. 25 (25%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Related Products
Product Specification & Summary
"মজার মজার ইলেকট্রনিক্স প্রজেক্ট "বইটির প্রথমের কিছু অংশ:
ইলেকট্রনিক ওয়েয়িং মেশিন হচ্ছে এমন এক যন্ত্র যা সরাসরি ক্যালিব্রেটেড স্কেলে আর্টিকেলের ওজন দিয়ে থাকে। স্প্রিং-এর অনমনীয়তার ওপর ওয়েয়িং মেশিন অপারেট করার সীমানা নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, যদি স্প্রিং-এর অনমনীয়তা বেশি হয়। তবে খুবই হালকা ধরনের ওজন মাপা সম্ভব হবে, আর অনমনীয়তা যদি কম হয় তবে এটি ভারি ওজন মাপার জন্য ব্যবহার করা হয়।
যখন লােড প্যানে রাখা হয়, তখন ওয়েয়িং প্যানের একটি আয়রন কোর নির্দিষ্ট থাকে যা কয়েলের মধ্যে প্রবেশ করে। কয়েলের মধ্যে এর প্রবেশের দৈর্ঘ্য স্প্রিং-এর অনমনীয়তা এবং লােডের ওজনের ওপর নির্ভর করে। স্প্রিংকে স্থির রাখালে কয়েলের মধ্যে কোরের প্রবেশের দৈর্ঘ্য শুধু প্যানে রাখা ওজনের ওপর নির্ভর করে।
কয়েলের মধ্যে কোর ঢুকলে, ফিগার ১-A তে দেখানাে ম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য কয়েলের সেকেন্ডারিতে অল্প ভােল্টেজ আবিষ্ট হয়। আবিষ্ট ভােল্টেজ প্যানের ওপর | চাপানাে ওজনের ওপর নির্ভর করে।
আবিষ্ট ভােল্টেজ ২টি ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার দ্বারা রেকটিফাইড এবং ফিড হয় যা ফিগার ১-B তে দেখানাে হল। অ্যামপ্লিফাই করার পর একে ১০০K পটেনশিওমিটারের ভেতর দিয়ে মিটারে ফিড করা হয়। এই পটেনশিওমিটার ৪৭K রােধকের সাথে যুক্ত হয়ে একটি ভােল্টেজ ডিভাইসের উৎপন্ন করে যা দ্বারা মিটারকে শূন্যতে সেট করা হয়। ১০K কে ব্যবহার করা হয় স্কেলকে সম্পূর্ণভাবে ব্যবহারের জন্য। | মিটারকে শূন্যতে সেট করার পর মিটারে ওজন মাপার মাপকাঠি কিলােগ্রাম অথবা গ্রামে নির্ধারণ করা হয়। যেকোনাে একটি মাপকাঠি নির্ধারণ করলেই মেশিনটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।