Category:বয়স যখন ১২-১৭: রহস্য, গোয়েন্দা, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
‘মশা, চল, আর দেরি করা যাবে না,’ ফিসফিস করে বললেন মামা। ‘কোথায় যাবো?’
‘সব ডোবা আর পুকুর দেখে আসতে হবে না! এতোক্ষনে লাশ নিশ্চয়ই ভেসে উঠেছে।’
‘কি বলছো?’
‘আর ভাগ্য ভালো হলে তোদের হারানচন্দ্র স্যারকেও পাওয়া যেতে পারে, ওই অনিকের সাথে নিশ্চয়ই স্যারেরও কোন ঝামেলা হয়েছিল। মনে পড়ে?’
Report incorrect information