Category:অনুবাদ উপন্যাস
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
বেলডােভার দুই বােন, উরসুলা আর গুদরান ব্র্যাংওয়েন বাড়ির উইন্ডাে বে-র (রুমের দেয়াল থেকে একটু বাইরের দিকে বাড়িয়ে বসানাে জানালা) ধারে বসে আছে। উরসুলা সুই-সুতাে দিয়ে একটা উজ্জ্বল রংচঙে কাপড়ের বুকে এমব্রয়ডারি করছে। গুদরান হাঁটুর ওপর একটা বাের্ড রেখে ছবি আঁকছে। মােটামুটি নীরবেই কাজ করছে তারা, কথাবার্তা তেমন বলছে না।
‘উরসুলা, এক সময় গুদরান কথা বলে উঠল। তুমি সত্যি বিয়ে করতে চাও না? উরসুলা কাপড়টা কোলের ওপর রেখে মুখ তুলল। শান্ত চেহারা, কী যেন ভাবছে। জানি না,' বলল সে। জবাবটা নির্ভর করে তুমি কি বােঝাতে চাইছ তার ওপর। গুদরান একটু অবাক হলাে জবাব শুনে। কয়েক মুহূর্ত একদৃষ্টে বােনকে দেখে নিয়ে খেদের সাথে বলল, ‘ওয়েল, এর অর্থ তাে একটাই!
তােমার কী মনে হয় না তুমি...' একটু রেগে উঠল, ‘বিয়ে করলে এখনকার চাইতে কিছুটা ভালাে অবস্থানে থাকবে?
উরসুলার চেহারার ওপর দিয়ে একটা ছায়া খেলে গেল যেন। হয়ত। তবে নিশ্চিত নই।'
গুদরান আবার কিছুক্ষণ চুপ করে থাকল। বিরক্ত হয়েছে জবাব শুনে, সঠিক জবাব জানা দরকার তার।
Report incorrect information