আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
অনেক শব্দের ফুলঝুরিতে বিরাজ করে অনুভূতি। আমরা প্রিয় মানুষকে যেমন হৃদয় দিয়ে ভালোবাসি, অনুরূপ কবিতাকেও ভালোবাসি। প্রেমহীন মানুষ কবিতা ভালোবাসে না। প্রেমিক মন সর্বদা কবিতা অনুরাগী হয়। এই প্রেম শুধু মানুষের জন্য নয়, সবকিছুর জন্য। “নিস্তব্ধ কোলাহল" কবি আইভী মামুনের তেমনি ভালোবাসার প্রথম প্রকাশ। দক্ষ লেখনীর মাধ্যমে তিনি বেশকিছু ব্যতিক্রমধর্মী কবিতা লিখেছেন।
কবিতাগুলোতে তিনি সামগ্রিক জীবনের কথা উপস্থাপন করেছেন। তাঁর প্রতিটি কবিতা অসাধারণ শব্দের বুনন পরিলক্ষিত। শেকড়হীন কোনো কবিতার জন্ম দেননি। তিনি জীবন থেকে রূপ-রস নিঙড়ে তৈরি করেছেন “নিস্তব্ধ কোলাহল"।
আবেগ ও বৌদ্ধিক উপলব্ধি তিনি লিখেছেন। সাহিত্যের অন্যতম এই শাখায় তার অনেক আগে থেকেই পথচলা শুরু। মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। মা একজন সাহিত্যিক ছিলেন। তাঁর সুযোগ্য কন্যা হিসেবে কবিতাগ্রন্থটি নিপুণভাবে সাজিয়েছেন। কবিতাপ্রেমীদের গূঢ় সংবেদনের কবি তিনি। তার কবিতা পাঠককে বেঁধে রাখতে সক্ষম হবে আশা করি।
তার “নিস্তব্ধ কোলাহল” কবিতাগ্রন্থটি বহুদিনের কাব্যচর্চার প্রয়াস। তার এ প্রয়াস সফলতার পূর্ণতা পাবে প্রত্যাশা করছি। বাংলা সাহিত্য ধীরে ধীরে অনেক সমৃদ্ধ হচ্ছে। এ গ্রন্থটি এর প্রমাণ করবে। তার বইটির সফলতা কামনা করছি। কবিতাপাঠে পাঠক মুগ্ধ হয়ে কাব্যচর্চায় কবিকে উৎসাহিত করবে বলে আমি মনে করি।
কবিতার জয় হোক। সফলতা পাক, “নিস্তব্ধ কোলাহল।” কবির জন্য শুভকামনা।
- সাঈদা নাঈম
গল্পকার ও প্রকাশক