Category:বয়স যখন ৮-১২: ধর্মীয় বই
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
ছোটদের মহাভারত মূলত মহাভারতের একটি সহজ ভাষায় রচিত সংক্ষিপ্ত রূপ, যা শিশু-কিশোরদের উপযোগী করে লেখা হয়েছে। এখানে প্রাচীন ভারতের মহাকাব্য "মহাভারত"-এর প্রধান কাহিনি ও শিক্ষামূলক দিকগুলো সহজভাবে উপস্থাপন করা হয়।
নিচে ছোটদের মহাভারত বইটির একটি সারমর্ম দেওয়া হলো:
মহাভারত এক বিশাল মহাকাব্য, যার মূল বিষয় কুরুক্ষেত্রের যুদ্ধ এবং তার পেছনের রাজনৈতিক, নৈতিক ও পারিবারিক দ্বন্দ্ব।
কাহিনির শুরু:
হস্তিনাপুরের রাজবংশে জন্ম নেওয়া দুই ভাই – ধৃতরাষ্ট্র (অন্ধ) ও পাণ্ডু। ধৃতরাষ্ট্রের ছেলেরা কৌরব, পাণ্ডুর ছেলেরা পাণ্ডব নামে পরিচিত।
পাণ্ডবদের নির্বাসন:
যুধিষ্ঠির জুয়ায় সব কিছু হেরে গেলে পাণ্ডবদের বনবাস ও অজ্ঞাতবাসে যেতে হয়। তারা কঠিন কষ্ট সহ্য করে ১৩ বছর পরে ফিরে আসে।
কুরুক্ষেত্র যুদ্ধ:
পাণ্ডব ও কৌরবদের মধ্যে জমে ওঠে যুদ্ধ। ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধে পাণ্ডবরা জয় লাভ করে, কিন্তু বহু আপনজন হারিয়ে যায়। যুদ্ধের সময় কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিলেন এবং অর্জুনকে উপদেশ দেন — যা আমরা ভগবদ গীতা নামে জানি।
শেষপর্ব:
যুদ্ধশেষে যুধিষ্ঠির রাজ্যভার গ্রহণ করেন। শেষে পাণ্ডবরা স্বর্গযাত্রায় রওনা দেন।
Report incorrect information