‘পৃথিবীতে বহু অলৌকিক ঘটনা ঘটে থাকে। প্রকৃতির এ এক অপার রহস্য। তেলাপোকা-মানব পূর্বে মানুষ ছিল, রূপান্তর হয়ে এখন সে তেলাপোকা-মানব। সবচেয়ে রহস্যটা হলো দেহটা বদলানোর পরও তার চিন্তাধারা বদল হলো না। স্মৃতিটা এখনও প্রখর। সে কারণেই সমাজ সংসারের অসঙ্গতির ঘটনাগুলো এখনও সে মনে রেখেছে।
প্রিয় পাঠক, তেলাপোকা-মানব যা বলেছে তা সত্য নাকি মিথ্যা তা বইটি পড়লেই বুঝতে পারবেন। এও বুঝতে পারবেন সে আপনার বা আপনার আপনজনের কথা মনে রেখেছে কি না। এমন কি সে কোনো গোপন রহস্যঘেরা তথ্য জানে কি না। লেখাগুলো সত্যের উপর ভিত্তি করে কল্পনা ও রহস্যের রসায়নে রচিত।