* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
নকশে হায়াত (উর্দু: نقش حیات) দেওবন্দি ইসলামি পণ্ডিত হুসাইন আহমদ মাদানির স্বরচিত জীবনচরিত বা আত্মজীবনী। তিনি ১৯৫৩ সালে উর্দু ভাষায় এই গ্রন্থটি রচনা করেন যা ২ খণ্ডে প্রকাশিত হয়েছিল। এটি জীবনীগ্রন্থ হলেও লেখক মাত্র এক পঞ্চমাংশে নিজের জীবনী লিখেছেন, বাকি অংশে আলোচিত হয়েছে ভারতের ইতিহাস।
Report incorrect information