জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি। তাঁর নেতৃত্বে পরাধীনতার নাগপাশ থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্ত হয় বাংলাদেশ। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সঙ্গে শেখ মুজিবুর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। একটি অমরনাম কিভাবে একটি জাতিকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করতে পারে শেখ মুজিবই তার অসামান্য উদাহরণ।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বরেণ্য লেখক-সাংবাদিক-বুদ্ধিজীবী আবদুল গাফফার চৌধুরী, বরেণ্য লেখক-বুদ্ধিজীবী মোনায়েম সরকার, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, কবি আসাদ মান্নান ও লেখক-গবেষক সৈয়দ জাহিদ হাসান সমন্বয়ে সম্পাদনা পরিষদ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ের গ্রন্থ প্রণয়ন করার পরিকল্পনা গ্রহণ করে। এই সিরিজের গ্রন্থগুলো হলো : বঙ্গবন্ধু : শতবর্ষে শতকবিতা, বঙ্গবন্ধু : শতবর্ষে শতপ্রবন্ধ, শতবর্ষে বঙ্গবন্ধুর শতভাষণ, পঁচাত্তর ট্র্যাজেডি : রক্তরঞ্জিত শতপ্রবন্ধ, একাত্তরের ঐতিহাসিক মার্চ : শতপ্রবন্ধ, বঙ্গবন্ধু : শতবর্ষে শতগল্প, বঙ্গবন্ধু : শতবর্ষে শতছড়া এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন : শতপ্রবন্ধ ।