“হৃদয় জুড়ে সকল ভালোবাসা, মুখ ভরে অগণিত প্রশংসা নিখিল বিশ্বের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার। যিনি ত্রিত্ববাদী, সাদৃশ্যবাদী, অদ্বৈতবাদী, নিরাকারবাদী, অংশীবাদী, দ্বৈতবাদী, নাস্তিক্যবাদী ও নির্গুণবাদী কর্তৃক আরোপিত রূপক অর্থ বা কল্পিত ব্যাখ্যা থেকে সম্পূর্ণ রূপে মুক্ত ও চিরপবিত্র; যাঁর প্রশংসা করা আমাদের জন্য অপরিহার্য, যিনি এবাদতের একমাত্র উপযুক্ত । মানব সাদৃশ্যগুন থেকে যিনি মহাপবিত্র ৷ সমূদয় সালত ও সালাম বর্ষিত হোক মহা মানব, আমাদের আদর্শ, পরকালে আমসাদের সুপারিশকারী, বিশ্ব মানবতার মুক্তির দূত, শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মাদ alwg tule ail to ইবনে আব্দুল্লাহ-এর প্রতি। রহমতের ছায়া বেষ্টিত করে নিক তাঁর সহধর্মিণী ও উত্তম সহচরবৃন্দকেও । এ সমাজ শির্ক-কুফ্র মিশ্রিত। এবাদতে তাকফির ও শিরকের অনুপ্রবেশ ঘটেছে। নব্য বেদআতের বেড়াজালে আবদ্ধ আমরা। শির্ক-কুফ্ নামক বিভ্রান্তির গোলক ধাঁধায় মরূভূমির পথিকের ন্যায় ঘুরপাক খাচ্ছে মানব সমাজ । এহেন মুহূর্তে শির্ক-কুফ্র-এর মূলোচ্ছেদ করে মোহগ্রস্থ ও পথভ্রষ্ট মানবতার মুক্তি ও কল্যাণের নিমিত্তে সিরাতুল মুস্তাকিম নিয়ে আবির্ভাব হলেন মুহাম্মাদ alwy quilts all se। তাঁর অনুসৃত, প্রদর্শিত ও বাস্তবায়িত পূর্ণ ও পরিণত জীবন বিধানের নামই ইসলাম। তাওহীদ ইসলামের মূল ভিত্তি। এ ভিত্তির মৌল বাণী হচ্ছে will any। এর মাধ্যমেই আল্লাহর একত্বের আত্মপ্রকাশ ঘটে। এ প্রধান সন্তুষ্টির উপর দাঁড়িয়ে আছে