খুলে দাও মনের সবগুলো জানালা, বাহিরের মুক্ত বাতাস টেনে
নাও বুক ভরে। বুকের ভেতর থেকে বের হয়ে যাক চাপা নিশ্বাস।
কবিতা হয়ে স্থান করে নিক সাদা কাগজের পাতায়।
এক অনাকাক্সিক্ষত বাস্তবতায় অসুস্থএক বন্দী সময় পার করছি
আমরা। তবুও স্বাভাবিক কিছুনিয়ম তো চলবে নিয়মেরই নিয়মে।
মনকে বন্দী করবেন কি দিয়ে? এর মধ্যেই চলবে হাসি,আনন্দ
ভাগাভাগি। আমরা কিছুতেই এ নিয়ম থেকে নিজেকে আলাদা
করতে পারিনা। আর তাই তো সাদা কাগজের উপর কবিদের
কলম বেঁধে রাখা যায় না।
“কবিতাকন্ঠ” নামক ফেসবুক গ্রুপ সম্মাননা কবি বন্ধুদের লেখনীতে
দিন রাত চলছে অবিরাম বৃষ্টির স্রোত। যাদের কলমের তীক্ষèতা
উদীয়মান সূর্য্যরে মতো জ্বলজ্বল করছে। ছোট্ট একটা
ভালোবাসাময় পরিবার আমাদের “কবিতা কন্ঠ”। লক্ষ্য একটাই, এ
ভালোবাসা পৌঁছে দেবো সবার মনবাড়ির ক্সবঠকখানায়। তাইতো
সৃষ্টি খেলার আয়োজনে বন্দী “কবিতা কন্ঠ সংকলন”।
সবাইকে সাথে নিছেন এগিয়ে যাবো আমরা। স্বপ্নকে আনবো
হাতের মুঠোয়। পৃথিবীর বাতাসে বইবে কবিতার সুর। মোহিত
হবে পাঠকের হৃদয়। পরিষ্কার আয়না হবে “কবিতা কন্ঠ
সংকলন”।
শুভেচ্ছান্তে,
সুনন্দা শিরিন