8 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 300
TK. 259
You Save TK. 41 (14%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
আমাদের চারপাশে যে সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, পরিবারও একটা প্রতিষ্ঠান, তাদের থেকে আমরা কখনো কখনো বিরতি চাই। মুক্তিও চাই মাঝেমধ্যে। এই সামাজিক বন্ধন থেকে দূরে দাঁড়িয়ে নিজেদের যাচাই-বিচার করতে চাই। নিজেদের ভালোত্বটুকু, নিজেদের ক্ষুদ্রতাটুকু পরিমাপ করতে চাই। আবু হানিফাও তাই চেয়েছে।
আবু হানিফা 'সিদ্ধান্ত' উপন্যাসের কেন্দ্রচরিত্র। উপন্যাসকারের নাম ফৌজিয়া খান তামান্না।
দুই ছেলে, এক মেয়ে এবং স্ত্রী নিয়ে আবু হানিফার সংসার। ধনী পরিবার, শহুরে জীবন, জৌলুশ আর চাকচিক্যে পরিবারের অন্যরা বিভোর থাকলেও আবু হানিফা নির্লিপ্ত থাকে। সে যে কৃষকের সন্তান, সুখে- স্বস্তিতেও ভোলে না সে। গ্রামজীবন তার ভেতরে আলোড়ন তোলে। শহর এবং গ্রাম- এ দুটোর টানাপোড়েনে হানিফার জীবন বিদীর্ণ হতে থাকে। শেষ পর্যন্ত কীসের জয় হবে- শহরের ক্লেদাক্ত নির্মম দেহসর্বস্ব ঐশ্বর্যময় জীবনের, না গ্রামমাটির সোঁদা গন্ধের, পাখির ডাকের, পুকুরের স্বচ্ছজলে ডুবসাঁতারের, গ্রামমানুষের সহজ-সরল ভালোবাসার? এই প্রশ্নের উত্তর মিলবে 'সিদ্ধান্ত' উপন্যাসে। সায়নের নিম্মিকে প্রেগন্যান্ট করে দেওয়ার শাস্তি হবে না? জুঁই কি নিজের শ্বশুরবাড়ির লোকদের শেষ পর্যন্ত আপন করে নেবে? শাশুড়ির কুহক থেকে আবু হানিফা বেরিয়ে আসতে পারবে? রাজনকে বিয়ে করার হঠাৎ প্রস্তাবে হানিফা কন্যা জায়মা কী প্রতিক্রিয়া দেখাবে? এত বিশাল বৈভব দিয়েই বা শেষ পর্যন্ত আবু হানিফা কী করবে? উপন্যাসটি পড়তে পড়তে এসব প্রশ্নের সম্মুখীন হবেন পাঠক।
উপন্যাসটি উত্তম পুরুষে লিখা। উপন্যাসের ভাষা সংক্ষিপ্ত। কিন্তু প্রতিটি শব্দ অর্থবহ। এই উপন্যাসের সম্পদ এর সংলাপসমূহ। সংলাপ তৈরিতে কোনো কারসাজি নেই। লেখক নিজের কথাগুলোই যেন নিত্যদিনের কথাবার্তার মতো লিখে গেছেন। এর আঞ্চলিক ভাষা মর্মছোঁয়া। চরিত্র নির্মাণে ফৌজিয়া যে দক্ষতা দেখিয়েছেন, তা বর্তমানের অনেক লেখকের মধ্যে অনুপস্থিত।
গ্রাম- এক মূর্তিমান নস্টালজিয়া হয়ে এই উপন্যাসে উপস্থিত। আমার মনে হয়েছে- এ যেন হানিফার জীবনের কথনকাব্য নয়, এ যেন আমার ফেলে আসা শৈশবের বিভোর থাকার দিনগুলোর আখ্যান।
ফৌজিয়া খান তামান্না কথাসাহিত্যের আঙিনায় পদক্ষেপ ফেলতে শুরু করেছেন মাত্র। 'সিদ্ধান্ত' তাঁর দ্বিতীয় উপন্যাস। দ্বিতীয় উপন্যাসেই জানান দিয়েছেন- বাংলা কথাসাহিত্যকে সমৃদ্ধ করার জন্যই তিনি কলম ধরেছেন।
হরিশংকর জলদাস
কথাসাহিত্যিক