Category:পশ্চিমবঙ্গের বই: রচনাসমগ্র ও সংকলন
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
বনফুলের রচনাসমগ্র
(কিছু অংশ)
১লা জানুয়ারি
আমাদের বাড়ির পশ্চিম দিকে যে ফাঁকা মাঠটা আছে, তার একধারে জমে আছে খানিকটা জল। সেই জলকে ঘিরে আজ কাকের দল জমায়েত হয়েছিল। প্রথমে বুঝতে পারিনি কেন ওরা জমায়েত হয়েছে। পরে দেখলাম ওরা স্নান করছে। কয়েকটা কাক জলে নেমে পাখাগুলো ভিজিয়ে নিচ্ছে, তারপর শুকনো জায়গায় উঠে ডানা ঝেড়ে, ঠোঁট দিয়ে পরিষ্কার করছে বুক, পিঠ, ডানা। কয়েকটা কাক দেখলাম রাস্তার ধারে ইলেকট্রিক তারের উপর উড়ে বসল গা শুকুতে। আমরা যখন কোনও পুণ্য লগ্নে সবাই মিলে ভিড় করে নদীতে গিয়ে স্নান করি, এ-ও যেন অনেকটা তেমনি। মনে হল কাকদের পঞ্জিকায় আজ বোধহয় স্নানের কোনও শুভ যোগ আছে। একটু দূরে ইলেকট্রিক তারের উপর একটা ফিঙে, আর তার চেয়ে আর একটু দূরে একটি কাজল পাখি (Shrike) বসে আছে। তাদের কিন্তু স্নানের তেমন উৎসাহ নেই। ফিঙেটা ঘাড় বেঁকিয়ে কাকদের কাণ্ড দেখছে। কাজল পাখিটা টপ করে নেমে একটা পোকা ধরল। মাঠের আর একপাশে গোশালিকরা চরে বেড়াচ্ছে। তারাও দেখলাম কাকদের এই যৌথ স্নানের ব্যাপারে উদাসীন। এটা কাকদেরই বিশেষ কোনও পর্ব বোধ হয়।
Report incorrect information