5 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 160TK. 80 You Save TK. 80 (50%)
Related Products
Product Specification & Summary
এ মহাবিশ্ব সৃষ্টির মূলে অল্লাহ তাবারাকা ওয়াতাআলার রয়েছে মহাপরিকল্পনা। আর এ পরিকল্পনা বাস্তবায়রের জন্য্র নারী ও পুরুষ হলেন প্রধান সিপাহসালার। ইসলামের সূচনা থেকে নারী জাতির ভুমিকা কোনো অংশে কম নয়। সুপ্রাচীনকাল থেকেই নারী সমাজ ইসলাম প্রচার, প্রসার ও সভ্যতার বিকাশে রেখেছেন অনন্য অবদান। যার স্বর্ণোজ্জল দৃষ্টান্ত রেখেছিলেন উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহ তাআলা আনহুন্না।
সৃষ্টির শুরু থেকেই নারী জাতি হিরন্ময়ী। বিপ্লবী অগ্রযাত্রার দর্দমনীয় সহযাত্রী। পুরুষের অলঙ্কার, দুঃসময়ের প্রশান্তিদায়ী, অনুপ্রেরণা, সমাজসভ্যতার ধারা অক্ষুন্ন রক্ষাকারী কন্যা, জয়া ও জননী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের অগ্রযাত্রা বেগবান ও স্বতঃস্ফূর্ততা রক্ষার অক্লান্ত রণসঙ্গী। নারী সাহাবীরা এক চেতনা, কর্মস্পৃহা রচনায় শাণিত অনুপ্রেরণা।