মানুষের সম্মান ও মর্যাদা মানুষ হিসাবেই পাওয়া উচিত-এটা চিরন্তন সত্য। কিন্তু এই পৃথিবীতে কয়েক শতাব্দীজুড়ে কালো বর্ণের মানুষরা, মানুষের মত বাঁচার অধিকার পায়নি। নারী-পুরুষ নির্বিশেষে, তারা ছিল সাদা প্রভুদের দাস। কালো মানুষদের ধরে বিক্রি করা ছিল অনেক সাদা রঙের মানুষদের ব্যবসা। অষ্টাশদ শতাব্দীতে ফ্রেডেরিক ডগলাস, যিনি নিজেও ছিলেন একজন বংশানুক্রমিক দাস। তিনি দাসদের মানবেতর জীবন যাপন থেকে মুক্ত করতে দৃঢ় সংকল্প হন। শত বাধা অতিক্রম করে, অমানবিক অত্যাচার-নির্যাতন সহ্য করে তিনি দাসদের সংগঠিত করেন এবং তাদের মুক্তির কন্ঠস্বর হয়ে আজীবন লড়াই করেন। এ বইতে তাঁর লড়াইয়ের রুদ্ধশ্বাস কাহিনীই উঠে এসেছে। এই কালো নায়কের জীবনী থেকে, বর্ণবাদের বর্বরোচিত কাহিনী-নতুন আলোকে, দেশের মানুষের জানার জগৎকে করবে প্রশস্ত, দিবে নতুন উপলব্ধি।