Category:আন্তর্জাতিক বিষয়ক প্রবন্ধ
আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার সম্বন্ধে জানার জন্য এই ছোট্ট উদ্যোগ। মিয়ানমার নিয়ে আমার লিখা এটা দ্বিতীয় বই। প্রথম বইতে আরাকান ও রোহিঙ্গা সমস্যা নিয়ে লিখা ছিল। এই বইতে মিয়ানমারের অন্যান্য জাতিসত্তার মানুষ, মিয়ানমারের প্রশাসনিক অঞ্চল এবং মিয়ানমারের অভ্যন্তরে স্বাধীনতার পর থেকে চলমান সংঘাতের কিছু ধারণা দেওয়া হয়েছে। এটা মৌলিক গবেষণালব্ধ বই না এবং এখানে বিষয়ভিত্তিক তথ্যগুলো বই, অন্তর্জাল, প্রকাশিত নিবন্ধ এবং পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তথ্যগুলো মূলত ইংরেজিতে থাকার কারণে তা বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য সহজভাবে তুলে ধরার একটা ক্ষুদ্র প্রচেষ্টার ফসল এই বই। বইতে উৎসের উল্লেখ করা হয়েছে এবং পাঠক এ ব্যাপারে আরও জানতে চাইলে রেফারেন্সগুলো থেকে তথ্য পাবেন। বইয়ের ভেতরে অনেক শব্দ-সংক্ষেপ আছে সেগুলো বইয়ের শুরুতেই দেওয়া হয়েছে। চলমান রোহিঙ্গা সমস্যা সম্পর্কে একটা অধ্যায়ও বইতে রাখা হয়েছে। যে সব পাঠক মিয়ানমার এবং সে-দেশের মানুষ সম্বন্ধে ধারণা পেতে আগ্রহী তাদের কিছুটা আশা এই বই পূরণ করবে বলে আমার বিশ্বাস। বইটা পাঠকের ভালো লাগলে আমার প্রচেষ্টা সার্থক হবে।
Report incorrect information