Category:বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ, গবেষণা, জার্নাল ও রেফারেন্স
আজ থেকে প্রায় ১৩৮০ কোটি বছর আগে এক বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের যাত্রা শুরু। ধীরে ধীরে এতে জন্ম নিয়েছে নক্ষত্র, গ্রহ, নীহারিকা, ছায়াপথ, কৃষ্ণগহ্বর । কিন্তু মহাবিশ্বের ভবিষ্যৎ কী? মহাবিশ্বটা কি আবার গুটিয়ে যাবে? নাকি বর্তমানের মতো প্রসারিত হতে থাকবে? কী হবে পৃথিবী বা মানুষের ভবিষ্যৎ? এসব প্রশ্নের উত্তর আলোচিত হয়েছে এই বইয়ে।
Report incorrect information