রূপকথা কি বড়দের জন্য হতে পারে?
গভীর অতীতের যে যুগে প্রথম জন্মাতে শুরু করে রূপকথা নামক গল্পের ধরন, তখন গল্পগুলো বড়দের জন্যেই ছিলো। দৈত্য আর রাজকুমার, যুদ্ধ আর জাদুর রূপকে তুলে ধরা হতো জীবনের লুকিয়ে থাকা সত্য। গদ্যবস্ত্র পরে নিজেদের সাজিয়ে নিতো অভিজ্ঞতা আর পরামর্শ। বিনোদনের বেশে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জীবনে অতিথি হয়ে এতো রূপকথা, তারপর থেকে যেতো আপনজন হয়ে।
এই উপন্যাসটি সেই প্রাচীন ধারার বর্তমান সংস্করণ। জাদুর ফাঁকে ফাঁকে এখানে উঁকি দিয়েছে বাস্তবতা, কল্পনার স্পর্শে স্পষ্ট হয়েছে এমন কিছু কথা যেগুলো হয়তো সরাসরি বলা সম্ভব নয়।
বিরূপকথার জগতে আপনার নিমন্ত্রণ রইলো। হয়তো এখানে হঠাৎ দেখা হয়ে যাবে এমন কোনো মুখের সাথে যা খুব পরিচিত। হয়তো সেই মুখ আপনার কোনো বন্ধুর বা প্রেমিকের। বা আপনার নিজের।