কবিতা হচ্ছে সেই শিল্প, যার মাধ্যমে মানুষ তার সুপ্ত অনুভূতির প্রকাশ ঘটায় ছন্দ, তাল, লয় ও ব্যঞ্জণাময় শব্দের কারুকাজে। কবির চিন্তা-চেতনা আর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় তার কবিতার পরতে পরতে। বাস্তবতার সাথে কল্পনার সংমিশ্রণে যিনি যত বেশি অনবদ্য বিন্যাস ঘটিয়ে কাব্যিক প্রকাশ ঘটাতে পারবেন, ততটাই পাঠক হৃদয় ছুঁয়ে সফলতা পাবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নবীন ও প্রবীণ কবিগণের কবিতায় সমৃদ্ধ হয়েছে “গল্পঘরের কাব্যকথা” গ্রন্থটি।
এই কাব্য গ্রন্থ “গল্পঘরের কাব্যকথা” সাজানো হয়েছে ২৫ জন নবীন-প্রবীণ কবিদের কবিতা দিয়ে। এর একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। বইটি উৎসর্গ করা হয়েছে ‘স্বপ্ন তারা”দের এবং এর স্বত্বাধিকারী হলো “স্বপ্ন তারা” কল্যাণ প্রদীপ-এর কাছে। আমাদের বিশ্বাস, কবিতাপ্রেমী পাঠকসমাজে এই মহৎ উদ্যোগটি সাড়া জাগাবে। আমরা আশাবাদী, আপনি শুধুমাত্র উন্নতমানের একটি কবিতার বইয়ের মূল্যায়ন না করে আমাদের উদ্যোগকে স্বাগত জানাবেন।
এতে আমরা অনুপ্রাণিত হবো, কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো আমাদের আগামী পথচলার দিনগুলোতে।