আজ সকাল থেকে ব্যাস্ত জসিম উদ্দিন এবং তার স্ত্রী তাহেরা বেগম। ঘরের সমস্ত ফার্নিচার এবং প্রয়ােজনীয় সমস্ত জিনিসপত্র গােছাতে,গােছাতে অস্থির হয়ে গেছে। জসিম উদ্দিনের চাকরীর মেয়াদ আর আট বছর আছে, ঢাকাতে ট্রান্সফার করা হলাে, বাকী সময়টা ঢাকায় কাটাতে হবে। ময়মনসিংহ থেকে আজ চলে আসছে। তাদের সাথে সাহায্যে করছে। তাদের দুই মেয়ে, বড় মেয়ে তনয়া আর ছােট মেয়ে অরু। সবকিছু গুছিয়ে বড় দুই ট্রাক হয়ে গেল। ওরা রওনা দিল ঢাকার উদ্দেশ্যে, মহাখালীতে ওরা বাসা ভাড়া নিয়েছে। শুক্রবার ছিল রাস্তায় তেমন জ্যাম ছিল না তাই চলে এলাে দুপুরের মধ্যে । এসে জিনিসপত্র নামাতে নামাতে বিকেল হয়ে গেল। কাজ করতে করতে দুপুরের খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাে সবাই। হঠাৎ কলিং বেল বাজতেই দরজা খুলে তাহেরা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে।