বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
জীবনের গতিপথ কখনোই সরলরেখার মতো হয় না। কত অলিগলি, উপরেখা, চোরাপথে মানুষকে পাড়ি দিতে হয়-আগে থেকে সেটা কে-ই-বা বলতে পারে! কতজন কত পথ খুঁজে নেয় কিংবা নিতে হয়, হোক সেটা স্বেচ্ছায় কিংবা অজান্তে। পঙ্খী যেন তার জীবনের সঙ্গে পাশা খেলায় মেতে উঠেছিল অথবা জীবন তার সঙ্গে। কে জিতবে, কে হারবে-তখনও জানত না পঙ্খী। কিন্তু বার বার তার মনে হয়েছিল, এখনই হেরে যাবার কিছু নেই। যেভাবেই হোক, সে তার জন্মের ছায়া রেখে যাবে এই পৃথিবীতে