জানালা দিয়ে সূর্য এসে নাকে লাগে।
ঘুম ভেঙে যায়।
চোখ মেলে দেখে রাতে জানালায় যে খবরের কাগজটা জুড়ে দিয়েছিল সেটার ওপর বেড়াল ঘুমোচ্ছে।
ধাঁ করে মেজাজ চড়ে যায়, কিন্তু পায়ের ওষ্টা নষ্ট হবে বলে উঠে গিয়ে লাথি মারে না।
ছায়ার জন্য চকির কিনারে সরে যায়, সেই আহ্লাদে রোদও বেড়ে যায় এক হাত। তারপর পাশাশাশি শুয়ে থাকে রোদ আর ও। বেড়ালও চোখ বুজে বুদ্ধের মতো বসে থাকে। কিন্তু ওর ঘুম আর আসে না।
শুয়োরের বাচ্চা!
ঝেড়ে গালি দেয়, তাতে রোদও সরে না বেড়ালও চোখ মেলে না।