জগৎ জলময়; জলে জলে ঢেউয়ের খেলা। সেই ঢেউয়ের দোলা রূপ পরিবর্তন করে তরঙ্গায়িত হয় আমাদের যাপন-সাগরেও। নানা রকম অনুভবের দোলা চলতে থাকে যাপিত জীবনের চারপাশে। এই যাপন-দোলায় দোলায়িত হয় একজন কবিও। কবির শব্দজলেও ঢেউ ওঠে। সেই ঢেউয়ে ভেসে আমাদের কাছে আসে কবির বোধ উৎসারিত নানা রকম শব্দজল। আমরা শব্দজলে ভেসে যাই অনুভবসাগরে।
কবি ইয়াসমীন আরা মমতাজের প্রথম কবিতাগ্রন্থ ‘শব্দজলের ঢেউ’।
কবির শব্দজলে যেমন আছে জীবনের আনন্দ-বিষাদ-গ্লানি, তেমনি আছে সমসাময়িক যাপনকাল, রাজনীতি, সমাজনীতি ও দর্শননীতির সমন্বয়। ইয়াসমীন আরা মমতাজের শব্দজলে আছে প্রেম, বিরহ, অপ্রাপ্তি ও আকাক্সক্ষার ঢেউ! এই কবি শব্দ ব্যবহারে পরিমিত, ভাবপ্রকাশে অকুণ্ঠ আর পাঠকের সত্তার সাথে বিলীন হয়ে যাওয়ার এক জাদুকরী মুনশিয়ানা অর্জন করেছেন তাঁর শাব্দিক জলতরঙ্গে।
অনুভবপ্রবণ ঋদ্ধ পাঠকের কাছে ‘শব্দজলের ঢেউ’ অনুপম কিছু অনুভব নিয়ে হাজির হবে নিশ্চিত।
কালের লিখন
কবি ও বহুমাত্রিক লেখক