।। শেষ মূহুর্ত মৃত্যু, কবর, জান্নাত ও জাহান্নাম ।।
নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে যারা কুফরী করেছে ও মুশরিকরা, জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে। ওরাই হল নিকৃষ্ট সৃষ্টি।
সূরা বাইয়্যিনাহ ৬
নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট।
সূরা বাইয়্যিনাহ ৭
তাদের রবের কাছে তাদের প্রতিদান হবে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা থাকবে স্থায়ীভাবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। এটি তার জন্য, যে স্বীয় রবকে ভয় করে।
সূরা বাইয়্যিনাহ ৮