গুলদহ একটি বিলের নাম। এই বিল পাড়ের মানুষের জীবন সংগ্রামের গল্প উঠে এসেছে উপন্যাসে। গুলদহ সামাজিক অবক্ষয় ও মানবিক সংকটের গল্প। উপন্যাসের বিষয়বস্তু কল্পিত নয়। অতিসাধারণ মানুষই এ গল্পের বিষয়বস্তু। গ্রামের মানুষের সুখ-দুঃখ জীবনযাপন, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্নভঙ্গ ও যন্ত্রণার বিষয় খুব সহজ বর্ণিত হয়েছে গুলদহ উপন্যাসে। গুলদহ অপরাধের কার্য-কারণ সম্পর্কের এক গভীরতর আখ্যান। খুব পেলব আর নানা মাত্রার চিত্রায়ণ। দৃশ্যপটগুলো বাস্তব হয়ে ধরা দেয় কোনো অভিজ্ঞতা ছাড়াই। অপরাধের উৎপত্তি ও ক্রিয়া; কৃষক সমাজের নতুনতর প্রপঞ্চ; পরিবেশ ভাবনার এক সফল প্রচেষ্টা। প্রেম আর কামের অনন্য সংজ্ঞায়ন।