খুব ভোরে মোবাইল বেজে উঠল।
এরকম একটা সময় মোবাইল বাজা মানে কোনো দুঃসংবাদ। মাহমুদ দ্রুত মোবাইল টেনে নিলো। মা'র কল দেখে চমকে উঠল। এত ভোরে মা কখনো ফোন দেন না। আজ কেন দিলেন? বাবার কিছু হয়নি তো!
মাহমুদ ধড়মড় করে উঠে বসল। হার্টের ছ'টা ব্লক ধরা পড়েছিল বাবার। বাইপাস সার্জারি করা হয়েছে। এ ধরনের রোগীর জীবন বড় অনিশ্চিত। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। মাহমুদ কল রিসিভ করে বলল, কী ব্যাপার মা, এত ভোরে ফোন দিয়েছ!
মাহমুদের মা মুনিরা বিষণ্ণ গলায় বললেন, মনডো খুব খারাপ বাবা। তাই তোক ফোন দিছি।
হাপ ছেড়ে বাঁচল মাহমুদ। বাবার কিছু হলে তার গলা শোনার সঙ্গে সঙ্গে মা কান্নাকাটি শুরু করে দিতেন। কিন্তু তা করেননি। শুধু বলেছেন মন খারাপ। তারমানে বাবা ভালো আছেন। মাহমুদ মা'র মন খারাপের কারণ