আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
ধর্মের কথার চেয়ে মধুর কথা জগতে আর হয় না রে। ধর্ম দিয়েই মহাকাশের সবকিছু চলছে। দু'টো ধর্মের কথা শুনো, মিয়ারা। মনে শান্তি পাবা।
আমাগো খিদায় প্যাট চু চু করতাছে।
মনোযোগ দিয়ে ধর্মকাহিনী শুনো। ধর্মে মশগুল হও। তোমাদের পেটের ক্ষুধা থাকবে না।
মরজিদে বইসা থাকছি। তাতে প্যাটের খিদা যায় না।
একিম দিলে বসতে হয়, মিয়ারা।
প্যাট এক্কেরে খালি থাকলে একিম দেলই হয় না। কথাটা উপস্থিত সব খেটে খাওয়া মানুষের পক্ষে করিম বলল।
তোর অন্তরে বিশ্বাস কম রে, করিম।
আমার অন্তরে খুব বিশ্বাস আছে। আমার অন্তরের খবর জানে আল্লায়। তুমি কেমনে জানবা? আমি দমে দমে আল্লারে ডাকি। আল্লার নাম নিয়াই এই পর্যন্ত বাঁইচা আছি।
তই ধর্ম কর্মের কিছু বঝিস রে. করিম?