বাতাসে শুকাচ্ছে শিশুটির রঙিন ফ্রক। এইতাে মাত্র ভেজাই ছিল; শুকিয়ে যাচ্ছে, শুকাতে শুকাতে রােদ্রতাপে উবে গেল রঙ। সূর্য কি খেয়ে নিল রঙ? বাতাসে আলাের রঙে ফোটে যে ফুল তাকে দিবসের ধারণা বলে। দিবস আলােময়। দিবসে দিবসে পাল্টায় সময়ের রঙ; বাতাসের নানান বাহার; পাল্টায় সম্পর্কের সুতাে। অথচ আলাে চিরকাল ছায়াহীন; নিরাকার।
আলাে কি ছায়া কুড়ায়!
পৃথ্বীর নানা অলিগলি জুড়ে বিছানাে এত আলাে!
আলােও বদলায় তার রঙ। এত এত রঙ বদলানাে আলােকের মগজ। সব রঙ মিলেমিশে পড়ে থাকে অনন্ত সাদা কাগজ। এ কাগজে এঁকে নেওয়া যায় – অদৃশ্য বাতাসের ফুল। গােপনে সৌরভ ছড়াতেও পারে; গন্ধে ব্যাকুল।