সমাজের মুখোশধারী মানুষগুলোকে নিয়ে কেউ লিখতে চায়? সংকট আর সংকীর্ণতা ঘিরে রাখে। কলম বন্ধ হয়ে যায় অচেনা অজানা কোন কারণে। এই সুন্দর সবুজকে নিয়ে হাজারপৃষ্ঠার মহাকাব্য রচিত হলে অসুন্দর কালো সমাজকে নিয়েও শ'খানেক পৃষ্ঠা রচিত হতে পারে। সামাজিক গল্পের আবছায়া ঢেকে কেন দিবে অসামাজিক গল্পকে? 'মুখোশের ওপাশে' সেই কালো গল্পগুলোর সংকলন।