দুই বাংলার একঝাঁক নবীন-প্রবীণ কবির কবিতা নিয়ে সাজানো হয়েছে স্বপ্ন শতদল। শত পাপড়ির এই পুষ্প পাঠক হৃদয়ের কাব্যতৃষা মেটাতে সক্ষম হবে।
ওয়েব দুনিয়ায় সাহিত্যচর্চা এখন ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। সবকিছু সীমাবদ্ধ হয়ে যাচ্ছে পোস্টের মধ্যে। গতকালের লাইক পাওয়া কবিতা আগামী কাল ছুঁতে পারবে কি না সন্দেহ। তবে এ গ্রন্থটি এমন কয়েকজন কবির কবিতা নিয়ে সাজানো হয়েছে, যাঁদের কবিতা আজকালপরশু নয়-দীর্ঘ ব্যাপ্ত নিয়ে চিহ্ন আঁকবে বাংলা সাহিত্যে।