প্রতিটি পুরুষের জীবনেই মায়াবতী আসে। কারো আগে, কারো পরে। তবে একজীবনে বেশিরভাগ পুরুষেরই তার সেই মায়াবতীকে পাওয়া হয় না। শুধু ভাগ্যবান পুরুষের জীবনে তার মায়াবতীকে পাওয়ার পূর্ণতা আসে। তাই চলার পথে কোনো এক ক্ষণে সে মায়াবতীর কথা মনে হতেই বুকের ভেতর এক ইছামতি নদীর বয়ে চলা টের পাওয়া যায়। জীবন হয়তো কেটে যায় তার আপন গতিতে, কিন্তু আজীবনই বয়ে বেড়াতে হয় মায়াবতীর মধুর স্মৃতি।
অনুভূতির গভীরতায় মানবজীবন মহাকালের মতোই বিশাল। এই জীবনরূপী মহাকালে প্রতিটি মানুষের সাথেই ঘটে নানান ঘটনা। কিছু ঘটনা রূপ নেয় একেকটি গল্পে। এমন অসংখ্য ছোট ছোট গল্পের সমষ্টিই আমাদের এই নশ্বর জীবন। এরই মাঝে কিছু গল্প দাগ কেটে যায় আমাদের মনে। এমনই কিছু থ্রিলার, রোমান্টিক, হাস্যরসাত্মক, স্যাটায়ার, সাইকোলজিক্যাল থ্রিলার, ভৌতিক-আধিভৌতিক ছোটগল্প নিয়েই গল্পগ্রন্থ ‘মায়াবতী’। প্রতিটি গল্পই ভিন্ন স্বাদের একেকটি জীবনগাঁথা, যা মেটাবে পাঠকের সাহিত্যের তৃষ্ণা আর প্রিয়জনের জন্য হবে অনন্য সুন্দর এক উপহার। বইয়ের পাতা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু রয়ে যাবে তার রেশ।