5 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 150
TK. 128
You Save TK. 22 (15%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Related Products
Product Specification & Summary
লেখক পরিচিতি
লেখক, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ও অনুবাদক। বর্তমানে অনুবাদ কর্মই তাঁর একমাত্র পেশা এবং উপন্যাস রচনায়ও মনোনিবেশ করেছেন।
ফ্ল্যাপে লিখা কথা
এই কাহিনী কাল্পনিক নয়, তবে একমাত্র পলা ছাড়া পাত্রপাত্রীর নাম কাল্পনিক হলেও এরকম অনেক রুমানা ও রাসেল রয়েছে আমাদের চারপাশে। হুসনা বানু, ডালিয়া আর তহুরা বানুদেরও অভাব নেই। এই কাহিনীর পাত্রপাত্রীর মতো ওদেরও থলেতে রয়েছে একাধিক বেড়াল। তারা নিঃশব্দে আসে যায়, আড়ালে-আবডালে গা ঘষাঘষি করে, শরীর হাতড়ায়, ঘটাঘাঁটি করে এবং সশব্দে পাড় ভাঙে। ঝরাপাতার শব্দ ছাপিয়ে অন্ধকারে রাতেও তাদের ফিসফিসানি আর শরীরের কোলাহল প্রান্তরের বাতাসে মিশে যায়। কেউ কেউ কখনও কখনও এই শব্দে সচকিত হয়ে ওঠে, নিন্দায় জর্জরিত করে তাকে প্রায় অস্পৃশ্য করে তোলে। আবার তারাই অন্ধকারে হামাগুড়ি দিয়ে এগোয়, মিশে যায় অন্যের শরীরের ছায়ায়। আপন ও পরের পার্থক্য ভুলে তারা ঘ্রাণ নেয়, স্বাদ নেয়।
অবদমিত এই সমাজে অবদমনের প্রথম পাঠ রাসেলকেও শেখানো হয়েছিল, কিন্তু সে তো মেনে চলেনি, তবে আড়াল খুঁজছে। আড়াল খুঁজতে খুঁজতে দেখেছে আড়ালে আরো অনেকেই আছে। বড়ো হতে হতে দেখেছে তারা সংখ্যায় অনেক- আত্মীয়, অনাত্মীয়। আরো দেখেছে আড়াল সম্পর্কে গিলে খায়, বৈধতা গিলে খায়, সমাজের মুখে পেচ্ছাব করে পশ্চাৎদেশ উঁচু করে দাঁড়িয়ে থাকে। কারণ সমাজ না চাইলেও মানুষের শরীর ও মন বসে থাকে না। সে ঘ্রাণ নিতে চায়, স্বাদ নিতে চায়। আড়ালে ও আবডালে তাই শরীর, মন ও মস্তিষ্কের আচরণের এই আনন্দে সে বুঝে ফেলে ওটা একটা খেলামাত্র। এই খেলায় কেউ কিছু হারায় না। আরো বুঝে ফেলে, এই খেলা হচ্ছে জীবনের অপরিহার্য সৌন্দর্য, এ থেকে মানুষের মুক্তি নেই। তখন আমরা শুনি পুরুষের সেই উচ্চারণ : ‘তুমি তো তুমি নও। তোমার গর্ভে ঈশ্বরের ঘ্রাণ। আমি প্রথম এই ঘ্রাণ পেয়েছিলাম মায়ের গর্ভে। সেই ঈশ্বরের ঘ্রাণে উন্মত্ত হয়ে তোমার গর্ভ ছুঁয়ে দেখার জন্য তোমাকে আজ তছনছ করে ফেলেছি।’